প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৪৯

বগুড়া বিহঙ্গ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া বিহঙ্গ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদ ২১তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছে।

প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে জেলা শহরের জলেশ^রীতলাস্থ সংগঠন কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আবৃত্তি, স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং সঙ্গীত শিল্পী আলমগীর কবির। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলে রাব্বী।

আলোচনা সভার শুরুতে সংগঠনের সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। আলোচনা শেষে ফজলে রাব্বীর নির্মাণ ভাবনা ও নাজমুস সায়াদাত সিফাতের গ্রন্থনা ও নির্দেশিত বৃন্দ প্রযোজনা মুজিব মানেই স্বাধীনতা, মুজিব বাংলাদেশ।

এতে অংশগ্রহণ করেন নাজমুস সায়াদাত সিফাত, রাকিবুল ইসলাম, ফাতেমা কবির, তুহিন চৌধুরী, ফারিয়া জাহান। এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করেন শেখ মাসুকুর রহমান শিহাব, সুমাইয়া আক্তার, নাফিউজ্জামান চৌধুরী প্রমুখ।

আয়োজন সঞ্চালনা করেন বিহঙ্গ আবৃত্তি পরিষদের নির্বাহী সদস্য শেখ মাসুকুর রহমান শিহাব।

উপরে