প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৫:১০

হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী

অনলাইন ডেস্ক
হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী

বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নিউমোনিয়াজনিত কারণে আবদুল গাফফার চৌধুরীকে নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার খবর নিশ্চিত করেছেন তার সহকারী তানিয়া জাহান ঝর্ণা।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, গাফ্ফার চৌধুরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। ৮৭ বছর বয়সী গাফ্ফার চৌধুরী সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

যুক্তরাজ্যপ্রবাসী বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও প্রতিদিন নিয়মিত লিখে যাচ্ছেন, সেসঙ্গে যুক্তরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে সশরীরে যোগ দেন।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

উপরে