সিঙ্গাপুর থেকে এসেই গণভবনে গেলেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন বলে জানান সড়ক পরিবহন ও সড়ক বিভাগের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।
এর আগে সিঙ্গাপুরে দুই মাস ১০দিন চিকিৎসা শেষে বুধবার বিকেল ৫ টা ৫২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওবায়দুল কাদের। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলে গণভবনে যান তিনি।প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান তারা।