প্রকাশিত : ১৭ মে, ২০১৯ ০২:২১

বাথরুম থেকে উদ্ধার নবজাতক ছোটমণির ঠিকানা এখন নিবাসে

অনলাইন ডেস্ক
বাথরুম থেকে উদ্ধার নবজাতক ছোটমণির ঠিকানা এখন নিবাসে

ঢাকার শেরেবাংলা নগর এলাকায় শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতকটির ঠিকানা হলো আজিমপুরে সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’।বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের ওই নিবাসের কর্মকর্তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে আজিমপুরে নিয়ে যাওয়া হয়। ওই নবজাতকটির নাম রাখা হয়েছে ‘গহীন’। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, শিশুটি অসুস্থ থাকায় তাকে ছোটমণি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো একটি শিশুকে পাওয়া গেলে তাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে আজিমপুরের ছোটমণি নিবাসে স্থানান্তর করা হয়। সেখান থেকে শিশুদের দত্তক নিতে আগ্রহী দম্পতিরা পারিবারিক আদালতে মামলা করেন। কোনো শিশুকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পরার পর আদালত তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে দম্পতি নির্বাচন করেন। শিশু ‘গহীন’র ব্যাপারেও একই নিয়ম অনুসরণ করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

উপরে