প্রকাশিত : ২১ মে, ২০১৯ ২০:৫৮

পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাইছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাইছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেছেন,পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা ইস্যু বন্ধ নেই। বরং এই ইস্যুতে পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাইছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে বলে যে খবরটি বেরিয়েছে, সেটি ননইস্যু। পাকিস্তানের বাংলাদেশ মিশনের কনস্যুলার সেকশনে লোক না থাকায় ভিসা দেওয়া যাচ্ছে না। আর কনস্যুলার সেকশনে যিনি কাজ করবেন তার ভিসার মেয়াদ না বাড়িয়ে ইস্যুটি ঝুলিয়ে রেখেছে পাকিস্তান। কনস্যুলার সেকশনের অফিসার যদি না থাকে, তাহলে পাকিস্তানিদের জন্য ভিসা কে ইস্যু করবে? এ কারণে ভিসা ইস্যু করা যাচ্ছে না। কিন্তু বন্ধ নেই। বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করেনি। যে খবরটি বেরিয়েছে সেটি সঠিক নয়। তবে ব্যক্তি বিশেষ বাংলাদেশের ভিসা নাও পেতে পারেন। সেটা বিভিন্ন কারণে হতে পারে। আসলে পাকিস্তান জোর করে আমাদের ঝামেলায় ফেলতে চাচ্ছে। তবে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

যদি বাংলাদেশ ভিসা ইস্যু বন্ধ না করে তাহলে এ বিষয়ে খবর বের হয়েছে, সেটির প্রতিবাদ কেন করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন প্রতিবাদ পাঠাবো। সবাইকে জানাবো যে ভিসা না দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের রায় নিয়েও পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছিল, যেটা তাদের পছন্দ হয়নি বলেও জানান মন্ত্রী।

উপরে