প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ১৩:১১

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, আটক ৭

অনলাইন ডেস্ক
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, আটক ৭

অনলাইনে পণ্য বিক্রয় সেবা দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার দিনগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অনলাইনে পণ্য বিক্রয়ের নামে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলো একটি চক্র। রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উপরে