প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ১৪:৫৬

সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুলসংগীত গবেষক ও কণ্ঠশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় দেশের সংগীতাঙ্গন বিশেষত নজরুলসংগীতে খালিদ হোসেনের অবদানের কথা উল্লেখ করেন বলে বার্তা সংস্থা বাসস জানিয়েছে। 

একুশে পদক বিজয়ী খালিদ হোসেন গতকাল বুধবার রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে মারা যান। প্রধানমন্ত্রী কণ্ঠশিল্পী খালিদ হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হলো।’ শেখ হাসিনা শিল্পীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপরে