নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় নিশ্চিত হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।’
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। যা আমাদের বাংলাদেশে অনুপস্থিত।’
এতে আরও বলা হয়েছে, ‘ভারতের জন্য বাংলাদেশ ও বিএনপি সবসময় বন্ধু ছিল। শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করবো।’
নওশাদ জমির আশা প্রকাশ করেন, পানিবণ্টন বা সীমান্ত হত্যার মতো বিতর্কিত বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনা ও উভয় দেশের মধ্যে উপযুক্ত সমঝোতার মাধ্যমে সবসময় সমাধান সম্ভব।
তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে, বাংলাদেশে ক্ষমতায় থাকা দলটি এই ইস্যুগুলো প্রায় এক দশকেও সমাধান করেনি।’
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, আজ শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেষ্ঠ্যনেতারা সংবাদ সম্মেলন করবেন। সেখানে ভারতের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন নেতারা।