প্রকাশিত : ২৪ জুন, ২০১৯ ১৪:২৪

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

অনলাইন ডেস্ক
২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

উপরে