এরশাদের অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জিএম কাদেরের

সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
বনানীতে জাপার চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন থেকে তিনি সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, তার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে। কথা না বললেও এখনো সাড়া দিচ্ছেন। তবে দেশের বাইরে নেয়ার মতো তার পরিস্থিতি নেই।
এসময় তিনি এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সংবাদ: এরশাদ, অসুস্থ, গুজব,জিএম কাদের
১৮ জুলাই, ২০১৯