ঢাকায় মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) শীর্ষক সম্মেলনে যোগ দিতে এসেছেন ড. হিলদা হেইন।
৯-১০ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) ঢাকা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনাসহ জিসিএ'র কমিশনাররা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন।