প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১২:৪১

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

অনলাইন ডেস্ক
সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে মুহাম্মদ জাহাঙ্গীর ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বেলা ১১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এ ছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই তিনি।

উপরে