জাহালমের ঘটনায় দুদকের দায় আছে

ভুল আসামি হয়ে বিনা দোষে জাহালমের জেল খাটার বিষয়ে দুদক, মামলার পিপিসহ সব পক্ষের দায় ও সমন্বয়হীনতা রয়েছে।
আদালতের আদেশে গঠিত দুদক তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ পৃষ্ঠার এ প্রতিবেদন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।
আদালত এর আগে গত ২৭ জুন জাহালম কাণ্ডে দুদকের দায় আছে কিনা সেটি নির্ণয় করে গঠিত কমিটিকে আগামী ১১ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সংবাদ: জাহালম, দুদক
১২ জুন, ২০১৯
২৪ জুন, ২০১৯
২ জুলাই, ২০১৯
৬ আগস্ট, ২০১৯
২০ অক্টোবর, ২০১৯