প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯ ১৩:৫৯

বিএনপির সাংসদ সিরাজ শপথ নেবেন আজ

অনলাইন ডেস্ক
বিএনপির সাংসদ সিরাজ শপথ নেবেন আজ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হওয়া বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আজ শপথ নিচ্ছেন।

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে এ আসনে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে কমিশন। পরে ওই আসনটিতে গত ২৪ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাসে কোনো সংসদীয় আসনের সব কেন্দ্রে প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।

উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী সাত হাজার ২৭১ ভোট পান।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ভোট বর্জন করায় ও কারচুপির অভিযোগ তুলে শপথ নেননি তিনি। ফলে আসনটিকে শূন্য ঘোষণা করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনটিতে প্রতিবারই বিজয়ী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই মামলার রায়ে কারাগারে থাকায় এবার খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে তাঁর আসনে ভোটে লড়েছিলেন মির্জা ফখরুল।

উপরে