প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯ ১২:৩৫

সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বঙ্গভবনে আজ শনিবার সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে এটা মন্ত্রিসভায় দ্বিতীয়বারের রদবদল। মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং একজন নতুন প্রতিমন্ত্রী যোগ হচ্ছেন।

মন্ত্রীপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে গত ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়েছিল।

খবর বাসস।

উপরে