প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ১২:৫৩

বন্যার কারণে এবার ঈদযাত্রায় সমস্যা হবে না: ওবায়দুল

অনলাইন ডেস্ক
বন্যার কারণে এবার ঈদযাত্রায় সমস্যা হবে না: ওবায়দুল

বন্যার কারণে এবার ঈদযাত্রায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে সমস্যা হওয়ার কারণ নেই। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগে ৭ ও পরে ৩ দিন সিএনজি পাম্প খোলা থাকবে ২৪ ঘণ্টা। 

তিনি আরও বলেন, মহাসড়কের পাশে গরুর হাট যাতে না বসে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রীয়া সাহা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রীয়া সাহা সংখ্যা তত্ব নিয়ে মিথ্যাচার করেছেন, প্রধানমন্ত্রী কখনো এ সংখ্যা বলেননি। এসময় কাদের আবারো প্রীয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার কথা জানান।

উপরে