প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯ ১৪:১৮

দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে মোবাইল ফোনে আওয়ামী লীগের বিশেষ সভায় যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিশেষ সভায় বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।’

দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাতপণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘পরিষ্কার রাখি চার পাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ শীর্ষক এ জরুরি সভা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বুধবার ধানমন্ডি থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

উপরে