নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ফের পেছাল আদালত
নাইকো দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ফের পিছিয়ে ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান আবেদন মঞ্জুর করে ২৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন। এ নিয়ে সপ্তমবারের মতো শুনানি পেছাল। গত ১ এপ্রিল থেকে খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।