ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।
এবারের ভর্তি পরীক্ষা বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক রব্বানী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতির বিরুদ্ধে কর্তৃপক্ষ সতর্ক হয়েছে।
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।