প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০৫

পূজা উপলক্ষে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি ভারতে

নিজস্ব প্রতিবেদক
পূজা উপলক্ষে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি ভারতে

শারদীয় পূজা উপলক্ষ্যে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। এসব ইলিশ পূজায় শুভেচ্ছা হিসেবে যাবে।বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশী।তিনি বলেন, রফতানির উদ্দেশ্যে নয়, পূজা উপলক্ষে একবারের জন্য ইলিশ রফতানির সুযোগ দেয়া হয়েছে।উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। এরপর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

উপরে