হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব
.jpg)
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবনিমিয় করেছেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নুর মোঃ মাহবুবুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে পেঁয়াজের বর্তমান বাজার সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ. ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বন্দরের বিভিন্ন আমদানিকারকসহ খুচরা ও পাইকারী বিক্রেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি বন্দরের পেঁয়াজের মোকামগুলো ঘুরে ঘুরে দেখেন।
যুগ্ন সচিব নুর মোঃ মাহবুবুল হক বলেন, পেঁয়াজ রপ্তানিতে নুতন পলিসি আরোপ করেছে। পেঁয়াজ রপ্তানিতে ভারত ৮৫২ ডলার নির্ধারণ করেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে বানিজ্য মন্ত্রনালয় সর্বক্ষনিক মনিটরিং করছে।