জিকে শামীমের ৭ দেহরক্ষী আরো তিন দিনের রিমান্ডে
অস্ত্র মামলায় যুবলীগ নেতা জিকে শামীমের সাত দেহরক্ষীর আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১’র উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক সাত দিনের রিমান্ড আবেদন করেন।
পরবর্তীতে আদালতের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এর আগে মঙ্গলবার গুলশান থানার মানি লন্ডারিং মামলায় আলোচিত ব্যবসায়ী জি কে শামীমের সাত দেহরক্ষীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র্যাব। পরদিন তাদের গুলশান থানায় হন্তান্তর করা হয়।