প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯ ১২:২৯

সারাদেশে ২৪ উপজেলা-ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
সারাদেশে ২৪ উপজেলা-ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

সারাদেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে চলছে ৪৭টি জেলার ১০৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন।

আজ সোমবার সকাল ৯টায় এসব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন পরিচালনা) মো. আতিয়ার রহমান বলেন, যেসব জায়গায় ভোটগ্রহণ চলছে তার মধ্যে চারটি উপজেলা, তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। বাকিগুলোতে ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর। আর ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

যে আট উপজেলায় ভোটগ্রহণ চলছে সেগুলো হলো শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

এ ছাড়া ভোটগ্রহণ চলছে এমন দুই পৌরসভা হলো বাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন। 

উপরে