বিশিষ্ট নারী সাংবাদিক দিল মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট দিল মনোয়ারা মনু রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রাতে এই বিশিষ্ট নারী সাংবাদিক নেতাকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়লে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
আজ বাদ জোহর দিল মনোয়ারা মনুর জানাজা হবে লালমাটিয়ার বিবির মসজিদে। এরপর তাকে তার সংগঠন কচিকাচার মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।