বশেমুরবিপ্রবি’র দু’টি হলের প্রভোস্টসহ বিভিন্ন অনুষদের ৪ বিভাগের চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুটি হলের প্রভোস্ট এবং বিভিন্ন অনুষদের চার বিভাগের চেয়ারম্যানসহ ৭ জন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সন্ধায় ব্যক্তিগত কারন দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ পদত্যাগপত্র জমা দেন। সাত জনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো: শাহজাহান।
পদত্যাগী ৭ জনই সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দীন পন্থী হিসেবে পরিচিত এবং বিভিন্ন দূর্নীতির সাথে যুক্ত থাকা ছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।
পদত্যাগকৃত সাত জন হলেন, আইন বিভাগের চেয়ারম্যার মো: আবদুল কুদ্দুস মিয়া, কৃষি বিভাগের ড. এম এ সাত্তার, ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. নাজমুল হক শাহীন ও লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের মো: শফিকুজ্জামান। এছাড়া, শেখ রেহানা হলের প্রভোস্ট মো: মনজুর রশিদ, শেখ রাসেল হলের রবিউল ইসলাম ও একই হলের সহকারী প্রভোস্ট মো: মুরাদ হোসেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি হলে ৩ জন নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। তারা হলেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: রোকনুজ্জামান শেখ রেহানা হল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: সিরাজুল ইসলাম স্বাধীনতা দিবস হল ও এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো: ফায়েকুজ্জামান শেখ রাসেল হল।