শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশের নেতৃত্ব দিতেন: রেলমন্ত্রী

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশের নেতৃত্ব দিতেন। বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারতেন। খুনিরা পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট শিশু রাসেলকেও নৃশংসভাবে হত্যা করে। বেঁচে থাকলে আজ শেখ রাসেলের জন্মদিন খুব আনন্দের সাথে সমগ্র বাংলাদেশে পালিত হতো।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, আজকের দিনটি উৎসবের নয়, বেদনাদায়ক চিত্তে শেখ রাসেলকে জানার দিন। শেখ রাসেল জাতির পিতাকে খুব বেশি কাছে পাননি, কিন্তু তিনি জাতির পিতাকে খুবই অনুসরণ করতো। শিশু বয়সেই মুজিব কোর্ট, প্রিন্স স্যূট পড়তেন এবং জাতির পিতার মত উন্মুক্ত চলাফেরা করতে পছন্দ করতেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি মোশতাক, জিয়া ১৫ আগস্টের হত্যাকান্ডের পেছনের মদদদাতা। মারা যাওয়ায় তাদের বিচারের আওতায় আনা যায়নি। জিয়া অবৈধভাবে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকার আলবদরদের পুর্নবাসন করেছেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র আলহাজ্ব তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কেক কাটা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পরে ৫৫ পাউন্ডের কেক কাটেন অতিথিরা। এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।