শাহজালালে উড়োজাহাজের জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ ৮ উড়োজাহাজটি আজ সকাল ১০টা ২১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। যাওয়ার পথে উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকার দিকে ফিরে আসে।