কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির এমপি হারুনের হাইকোর্টে আপিল

শুল্কমুক্ত আমদানি সুবিধায় গাড়ি কিনে পরে তা বিক্রির মাধ্যমে শুল্কফাঁকির অভিযোগে দুদকের মামলায় বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে দেওয়া পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তিনি। এছাড়া এ মামলায় জামিন আবেদনও করেছেন তিনি।
আজ সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। পাশাপাশি জামিনও চেয়েছেন।
এর আগে গত ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম তাঁকে ৫ বছরের কারাদণ্ডের রায় দেন। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, বিএনপি জোট সরকারের সময় এমপি থাকাকালে ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন এমপি হারুন। গাড়িটি তিনি পরে ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডি বাপ্পীর কাছে বিক্রি করেন। এ বিষয়ে ২০০৭ সালের ৭ মার্চ এমপি হারুনসহ তিনজনের নামে এ মামলা দায়ের করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক ইউনুস আলী।