শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫১ শতাংশ।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় পাসের হার ৫১ শতাংশ। পরীক্ষায় 'এ' ও 'বি' ইউনিটে আবেদনকৃত ৭০ হাজার ৫৬২ জনের মধ্যে ৫৭ হাজার ৬১৯ জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন পাস করেছে।
তিনি জানান, এবার কোনো মেধাতালিকা কিংবা অপেক্ষমান তালিকা করা হয়নি। মেধাক্রমে র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং অনুযায়ী আগামী ১২ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি। আমরা আগামী ১২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.admission.sust.edu) থেকে জানা যাবে। এছাড়াও ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT
গত শনিবার সকাল সাড়ে ৯টায় মোট ৩৩টি কেন্দ্রে 'এ' ইউনিট এবং দুপুর আড়াইটায় মোট ৪৬টি কেন্দ্রে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ছিল ৪২ জন।