খোকার মৃত্যুতে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি ঘোষণা

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।