ঢাবিতে আইবিএ’র ভর্তি পরীক্ষা চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিবিএ ২৭তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১২টায় শেষ হবে।
ঢাবির বিভিন্ন নামিদামি বিষয়গুলোর মধ্যে আইবিএ অন্যতম। রাজধানীসহ সারাদেশের হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ ও ভর্তির জন্য নির্বাচিত হয়েও অনেকে আইবিএর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল ৮টা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতে সাতসকালেই নীলক্ষেত মোড় ও কলাভবন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, যানজট এড়াতে পরীক্ষার এক দেড় ঘণ্টা আগেই ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন তারা।
যার আগে এসেছেন তাদের অনেককে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে বই ও নোটপত্রে শেষবারের মতো চোখ বুলিয়ে নিতে দেখা যায়। অনেকে ভুল করে সঙ্গে ব্যাগ নিয়ে এসে বিপাকে পড়েন। তারা প্রবেশদ্বারের বাইরে অরক্ষিত অবস্থায় ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করতে বাধ্য হন।

অনলাইন ডেস্ক