গ্রামের স্বজনদের নিয়ে উদ্বিগ্ন রাজধানীর লাখো পরিবার

‘দুশ্চিন্তায় সারারাত ঘুমাতে পারিনি। বাড়িতে একতলা পাকা ভবন থাকলেও বাবা-মাসহ পরিবারের সকলে রাতেই আশ্রয়কেন্দ্রে চলে যান। শুনেছি ঘূর্ণিঝড় সিডর এর চাইতেও ঘূর্ণিঝড় বুলবুল প্রবল বেগে আঘাত হানতে পারে। কী যে হয় তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। দোয়া-দরুদ পড়ছি, যেন সবাই সুস্থ থাকে।’
রাজধানীর আজিমপুরের বাসিন্দা মনোয়ারা বেগম আজ শনিবার সকালে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ঠিক এভাবেই বরগুনা জেলার পাথরঘাটায় অবস্থানরত বাবা-মাসহ পরিবারের সদস্যদের নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে ঘূর্ণিঝড় বুলবুল যে ১৫টি জেলায় আঘাত হানতে পারে সেগুলো হলো : ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কক্সবাজার। এসব জেলায় মোট ৪ হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ইতোমধ্যে মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, চাঁদপুরসহ তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। আজ দুপুর থেকে দমকা হাওয়া বইতে শুরু হতে পারে। বাংলাদেশ অতিক্রমের সময় ঘড়ের বেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে। সেইসঙ্গে দমকা হাওয়া ও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।