প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৬:১৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির মাথায় আইএসের টুপি

অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির মাথায় আইএসের টুপি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার আট আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে রায় ঘোষণা সময় আসামির ডকে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিগ্যান আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে ছিলেন। এরপর আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর আরও এক জঙ্গিকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়। ওই জঙ্গির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

এ বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, কোথায় পেলো আসামি এই টুপি!

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর গোলাম সারোয়ার খান (জাকির) বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি ছিল কি না তা আমি জানি না।  আমিও অনলাইনে দেখেছি।

আসামিপক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি কিভাবে আসছে সেটা আমার জানা নেই।

উপরে