প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫৮

খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবি খন্দকার মাহবুবের

অনলাইন ডেস্ক
খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবি খন্দকার মাহবুবের

দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক খন্দকার মাহবুব হোসেন। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের নিচতলায় আইনজীবীদের সমাবেশে এমন মন্তব্য করেন সিনিয়র এই আইনজীবী নেতা।

খন্দকার মাহবুব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে বাংলাদেশে যে গণজাগরণ হবে সেই গণজাগরণের ফলে স্বৈরাচারের পতন হবে। সংগঠনের মহাসচিব ফজলুর রহমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ব্যাপারে অবিচার করা হচ্ছে। বিচার বিভাগ যদি খালেদা জিয়ার বিষয়ে অবিচার করে তবে সত্যি আমরা সেই বিচার মানতে বাধ্য নই। বাংলাদেশের মানুষ সেই বিচার মানবে না। জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে বের করবোই।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, ‘খালেদা জিয়াকে যদি অবিলম্বে মুক্তি না দেন সিআরপিসির  ধারা অনুযায়ী আপনাকে স্মরণ করিয়ে দেব। অবিচার স্বৈরাচার ফ্যাসিজম পৃথিবীতে টিকতে পারে নাই। আপনিও পারবেন না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আহমেদ আযম খান, আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ফারুক হোসেন, শরীফ ইউ আহমেদ, মহিউদ্দিন মহিম প্রমুখ।  

উপরে