সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ : সৈয়দ মাহমুদ হোসেন
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সনাতন সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক পূজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রতি বছর এই অনুষ্ঠান আমি দীর্ঘ সময় বসে থেকে উপভোগ করি। আমাদের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে যাব। তাই আজ স্বল্প সময় ছিলাম বলে আমি দুঃখিত।’ পরে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে শিশুশিল্পীরা গান পরিবেশন করে।

অনলাইন ডেস্ক