প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৬

চট্টগ্রাম সিটি, যশোর-৬ ও বগুড়া-১ আসনে নির্বাচন ২৯ মার্চ

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম সিটি, যশোর-৬ ও বগুড়া-১ আসনে নির্বাচন ২৯ মার্চ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ আরও দুটি সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। উপনির্বাচন হওয়া সংসদীয় আসন দুটি হলো- বগুড়া ১ ও যশোর ৬। 

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। অন্যদিকে বাদ দেওয়া হয়েছে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে।

অপরদিকে ঢাকা-১০ আসনে ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন, বগুড়া-১ আসনে শাহাদারা মান্নান, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও যশোর-৬ আসনে শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

উপরে