প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২১

পর্দা কেলেঙ্কারির ঘটনায় সংসদীয় তদন্ত দল ফরিদপুরে

অনলাইন ডেস্ক
পর্দা কেলেঙ্কারির ঘটনায় সংসদীয় তদন্ত দল ফরিদপুরে

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের বহুল আলোচিত পর্দা কেলেঙ্কারির ঘটনায় ৫ সদস্যের সংসদীয় তদন্ত দল ফরিদপুরে পৌঁছেছে।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিকের নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় ওই তদন্ত দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

ফরিদপুর মেডিকেলের কনফারেন্স রুমে তদন্ত কমিটি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠকে বসেন।

এ সময় তদন্ত দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি, মনসুর রহমান এমপি, আব্দুল আজিজ এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন বড়াল।

কমিটির সদস্যরা তদন্ত শেষে বৃহস্পতিবার ফরিদপুর থেকে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ বাদী হয়ে পরস্পর যোগসাজশে অবৈধভাবে উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ চিকিৎসক ও ২ ঠিকাদার প্রতিষ্ঠান এবং একজন প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ৬ জনকে আসামি করে একটি মামলা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মেডিকেল সরঞ্জাম ক্রয়ে ১০ কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে।

উপরে