প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১১

শাহ আমানত বিমানবন্দরে ২১ লাখ টাকার সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক
শাহ আমানত বিমানবন্দরে ২১ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ লাখ টাকার সিগারেট জব্দ করেছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস যৌথ তল্লাশি অভিযানে এ সাফল্য পায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

উপরে