প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৫:৩৮

উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে: কৃষিমন্ত্রী

উৎপাদন খরচ কমাতে সরকার কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মুঈদ ও তুলা উন্নয়নবোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ বিগত ১১ বছরে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন দিকে উন্নতি সাধন করেছে। দেশের খোরপোষের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। কৃষি বহুমুখী করার ফলে কৃষক অপ্রচলিত উন্নত ফসল উৎপন্ন করছে। সরকার কৃষি উৎপাদন খরচ হ্রাসের লক্ষ্যে ক্রমান্বয়ে শতভাগ যান্ত্রিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে। কৃষিকে লাভজনক করতে কৃষি প্রক্রিয়াজাত ও রপ্তানি অপরিহার্য।

এক্ষেত্রে প্রক্রিয়াজাত ও টেকনিক্যালখাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান তিনি। কৃষি উন্নয়নে প্রক্রিয়াজাত ও টেকনিক্যাল খাতে মার্কিন সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাত, আধুনিকায়ন, বাজারজাতকরণ, যান্ত্রিকীকরণের। এখাতে যন্ত্রের ব্যবহার বাড়ানো, কৃষি গবেষণা ও প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

উপরে