করোনা সন্দেহে মংলায় তিন বিদেশি নাবিক পর্যবেক্ষণে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মংলা বন্দরে একটি বিদেশি জাহাজের তিন বিদেশি নাবিককে পর্যবেক্ষণে রেখেছেন পোর্ট হেলথ-এর চিকিৎসকরা। জাহাজটি কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে মংলা পোর্টের হারবাড়িয়াতে অবস্থান করছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
চীন ছাড়িয়ে এখন বিশ্বের প্রায় ৮১টি বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভাইরাসের সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
চীন থেকে শুরু হওয়া প্রাণঘাতী এই ভাইরাসে ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন তিন হাজার ২৮৫ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার।
আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চীনের। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত দুই হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।
নভেল করোনাভাইরাস এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠেকাতে পারে। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলাই আপাতত এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

অনলাইন ডেস্ক