সড়ক উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
ঢাকা-নর্থওয়েস্ট আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সড়ক যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধিসহ ভুটান, ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজ করার লক্ষ্যে প্রায় চারশ মিলিয়ন মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
২০১৬ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১১ হাজার ৮৯৯ কোটি ১ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিলো। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের সাহায্য দেওয়ার কথা ছিলো ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা। তারই অংশ হিসেবে রোববার চুক্তিটি স্বাক্ষর হয়েছে।
ঢাকা-নর্থওয়েস্ট আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সড়ক যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধিসহ ভুটান, ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজ করার লক্ষ্যে প্রায় চারশ মিলিয়ন মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ রোববার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই চুক্তি স্বাক্ষর করেন।
২০১৬ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১১ হাজার ৮৯৯ কোটি ১ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিলো। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের সাহায্য দেওয়ার কথা ছিলো ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা। তারই অংশ হিসেবে রোববার চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

অনলাইন ডেস্ক