প্রয়োজনে মাদারীপুর-শিবচর-ফরিদপুর লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হবে, সেসব অঞ্চলে লকডাউন (অবরুদ্ধ) করা হবে। সম্ভাব্য এসব এলাকার মধ্যে রয়েছে মাদারীপুর, শিবচর, ফরিদপুর।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত ১৭ জনের মধ্যে একটি বড় অংশ রয়েছে এই অঞ্চলের। তিনি বলেন, বিদেশে যারা অবস্থান করছেন, তারা এই মুহূর্তে দেশে আসবেন না।
এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অনলাইন ডেস্ক