বুকের দুধে করোনা ছড়ানোর প্রমাণ মেলেনি: আইইডিসিআর
মায়ের বুকের দুধে কিংবা গর্ভফুলের মাধ্যমে সন্তানের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ এখনো মেলেনি, তবে দুধ খাওয়ানোর সময় অবশ্যই পরিছন্নতা জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসসংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। ডা. সানিয়া তহমিনা বলেন, গর্ভবতী মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে করোনাভাইরাস ছড়াতে পারে কি না এ ধরনের প্রশ্ন জনমনে রয়েছে। এখন পর্যন্ত মায়ের জরায়ু থেকে করোনাভাইরাস সংক্রমিত হয় এমন কোনো প্রমাণ মেলেনি। এছাড়াও বুকের দুধের মাধ্যমে ছড়ায় এমন কোনো প্রমাণ মেলেনি।
তিনি আরও বলেন, 'যে নবজাতক শিশু রয়েছে অর্থাৎ একদম ছোট বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার কারণ ওর উপস্থিতি পাওয়া গেছে সেটা হয়তো মায়ের অসাবধানতার কারণে হয়ে থাকতে পারে।' তাই নবজাতক শিশুদের দুধ খাওয়ানোর ব্যাপারে সতর্ক থাকা উচিত বলে মনে করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'মায়েরা বুকের দুধ খাওয়ানোর আগে এবং পরে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন। মুখে মাস্ক পরবেন।'

অনলাইন ডেস্ক