বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা চলছে: আইইডিসিআর
বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ রোববার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।
করোনা মেকাবিলায় সরকারের প্রস্তুতির কিছু অংশ তুলে ধরে ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে ১১২টি। বর্তমানে পিপিই মজুদ আছে ৪ লাখ ৬৮ হাজার ৪৪২টি। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৩৯৪টি। গত ২৪ ঘণ্টায় বিতরণ করেছি ১ লাখ ২ হাজার ৫৫০ পিপিই। এই সময়ে পিপিই সংগ্রহ করা হয়েছে ৮৭ হাজার ২২০টি।’
স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করার জন্য গত ২৪ ঘণ্টায় ৯১ হাজার ৪৫১টি কল এসেছে এবং করোনার শুরু থেকে এ পর্যন্ত ২১ লাখ ২৪ হাজার ৬২৯টি কলের মাধ্যমে তাদের কাছ থেকেও মানুষ স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন বলে জানান সানিয়া তাহমিনা। তার দেয়া তথ্যমতে, স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন ৩ হাজার ৬০১ জন তরুণ চিকিৎসক। অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠের মাধ্যমে তারা এই বিশেষ সেবা প্রদান করছেন।
করোনার এই পরিস্থিতিতেও দেশে মানুষ প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় সমুদ্রবন্দর দিয়ে ২৩৩ জন এবং স্থলবন্দর দিয়ে ৭৬ জন দেশে প্রবেশ করেছেন বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

অনলাইন ডেস্ক