ত্রাণ চোরদের শাস্তি দিতে সরকারকে আইনি নোটিশ
সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও চুরি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।
আইন ও স্বরাষ্ট্র সচিবের কাছে ই-মেইলে আজ সোমবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ওই আইনজীবী। নোটিশে এ বিষয়ে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আইন সংশোধন করে এ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নোটিশের বিষয়ে আইনজীবী লিংকন বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সরকার অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছে। অথচ এই ত্রাণ জনগণকে না দিয়ে আত্মসাত করছেন কিছু চেয়ারম্যান, মেম্বারসহ এক শ্রেণির অসাধু ব্যক্তি। যা খুবই দুঃখজনক। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। সেখানে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের দেওয়া ত্রাণ সঠিকভাবে বিতরণ না করে কিছু লোক আত্মসাৎ করছে।
সরকারের উচ্চ মহল থেকে বারবার সতর্ক করার পরও এটি রোধ করা যাচ্ছে না। তাই এসব অসাধু ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে অসহায় মানুষের অধিকার রক্ষা করা সম্ভব। একারণেই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওইসব দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

অনলাইন ডেস্ক