দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে।
আজ সোমবার মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গতকাল রোববারও একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন মারা গেছেন। এছাড়া, একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ জন বেড়েছে। গতকাল ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৫৭০ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। মোট সুস্থ হলেন ৪২ জন। করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকাতে ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে।

অনলাইন ডেস্ক