স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়াদের পুরস্কার দেবেন প্রতিমন্ত্রী
করোনাভাইরাসের প্রার্দুভাবরোধে সবাইকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে নিজের নির্বাচনী আসন রাজশাহীতে যারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাবেন, তাদের জন্য নিজের উদ্যোগে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
তিনি লেখেন, ‘আক্রান্ত এলাকা থেকে আগতদের আগামীকাল থেকে আমরা ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি চারঘাট ও বাঘায়। প্রয়োজনে আমরা তিনবেলা খাবার সরবরাহ করবো। মহিলাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অথবা বিশেষ ব্যবস্থায় তারা নিজের বাসাতেই থাকবেন। আশাকরি সবাই বুঝবেন যে সার্বিক ভালোর জন্যই এই সিদ্ধান্ত। সবার সহযোগীতা কামনা করছি।’
‘যারা ফিরেছেন তাদের তালিকা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমেই করেছি। কেউ বাকি থাকলে তাদের অনুরোধ করবো স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য। আমার ব্যক্তিগত তরফ থেকে ভবিষ্যতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।’
কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করলে সংক্রমণ রোগ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নির্বাচনী এলাকার যাদের এই পোস্টটি নজরে আসবে তাদের অনুরোধ করবো বিষয়টি সবাইকে জানিয়ে দিতে, লেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনলাইন ডেস্ক