লকডাউন জোরদারের আহবান স্বাস্থ্যমন্ত্রীর
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবোসহ কয়েকটি এলাকায় কোভিড বেশি ছড়িয়েছে। গতকাল সব জেলা হাসপাতালের পরিচালকদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন, বিভিন্ন জেলায় যারা সংক্রমিত হয়েছেন তারা ঢাকা বা নারায়ণগঞ্জ ভ্রমণ করেছেন। এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে।’
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, মানুষ এখনো পুরোপরি লকডাউন মেনে চলছে না। তারা বাজারে জটলা পাকাচ্ছেন। অনেকে অযথা বাইরে ঘোরাফেরা করছেন। এগুলো পরিহার করতে হবে। কারণ, যেখানে-সেখানে ঘোরাফেরা করলে কোভিড সংক্রমিত হবে। ইতোমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। সেটা যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ’
‘আমরা হাসপাতাল, অন্যান্য ব্যবস্থাপনা মজবুত করছি। কিন্তু আমাদের বুঝতে হবে, হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশই দিতে পারে না। করোনা মোকাবিলার মূল অস্ত্র ঘরে থাকা এবং পরীক্ষা করা। পরীক্ষায় যারা চিহ্নিত হবেন তাদের আইসোলেশনে রাখা যাবে। যার ফলে তারা আর সংক্রমিত করতে পারবেন না,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আমরা ভেন্টিলেটর এবং অক্সিজেনের ব্যবস্থা করছি। এখন এসব জিনিস খুব একটা পাওয়া যায় না। তারপরও চেষ্টা করে যাচ্ছি। ইউরোপ, আমেরিকার কী অবস্থা। হাজার হাজার লোক মারা যাচ্ছে। লাখ লাখ লোক সংক্রমিত হচ্ছে। বাংলাদেশ সেই তুলনায় অনেক ভালো আছে। আমরা এ ভালোটাই ধরে রাখতে চাই। যদি নিয়ম মেনে চলি, তাহলে অবশ্যই ভালো থাকব।’

অনলাইন ডেস্ক