হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আল্লামা শফীকে
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চেকআপের জন্য ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকার আজগর আলী হাসপাতালে আনা হয় তাঁকে।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী। তিনি কালের কণ্ঠকে বলেন, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে তাঁর কিছু চেকআপের প্রয়োজন। তাই হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। তাঁকে আগেও ঢাকার আজগর আলী মেডিক্যালে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন। তাই আবারও সেখানে নেওয়া হলো।
জানা যায়, ১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের গোলপাহাড় এলাকার বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।

অনলাইন ডেস্ক