রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান
আগামী ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। করোনার প্রার্দুভাব ও রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে রাজধানীর বাজারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতেও প্রচারণা চালানো হয়। অন্যদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তগুলোতে অভিযান চালিয়ে অনৈতিকভাবে দাম বাড়ানোর দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করে অধিদপ্তরের একটি টিম।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউমার্কেট, হাতিরপুলসহ আশপাশের এলাকায় অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক আতিয়া সুলতানা, মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।
অভিযান প্রসঙ্গে মাসুম আরেফিন সাংবাদিকদের জানান, এক সপ্তাহ পরই পবিত্র রমজান মাস। এছাড়া দেশে মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি চলছে। অনেক এলাকা লকডাউন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং সরবারহ নিশ্চিত করতে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের বলা হচ্ছে।
এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ডগøাভস ও হাত ধোয়ার পরামর্শ দেয়ার পাশাপাশি বাইরে ঘোরাফেরা না করার কথা বলা হচ্ছে। আসন্ন রমজান ও করোনার সংকটময় সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।

অনলাইন ডেস্ক